নবনির্বাচিত চেয়ারম্যানকে গুলি
নবনির্বাচিত চেয়ারম্যানকে গুলি
জয়পুরহাট প্রতিনিধি, বিডিনিউজ 365
জয়পুরহাট সদরের ভাদশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদসহ দুইজনকে গুলি ও কুপিয়ে আহত করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, স্বতন্ত্রভাবে নির্বাচিত চেয়ারম্যান আজাদ ভাদশা বাজার থেকে প্রতিদিনের মতো মোটরসাইকেল যোগে কোচকুড়ি গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন।
“পথে গোপালপুর আদিবাসীপাড়া এলাকায় ১০-১২ জনের একদল মুখোশধারী তাকে ও তার সঙ্গী নয়ন কুমার বর্মণকে গুলির পর কুপিয়ে জখম করে।”
গুলিবিদ্ধ নয়ন কোচকুড়ি গ্রামের অজিত কুমার বর্মণের ছেলে।
সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আলী জানান, আজাদের বুক ও মাথাসহ বিভিন্ন স্থানে সাত-আটটা কোপের চিহ্ন রয়েছে।
“অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
পরে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয় বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন।