বিকল্প শ্রমবাজারে যুক্ত হচ্ছে ৬টি নতুন দেশ

বাংলাদেশের শ্রমবাজারে যুক্ত হচ্ছে ইউরোপ ও এশিয়ার ৬টি নতুন দেশ। দেশগুলি হল চীন, কম্বোডিয়া, পোল্যান্ড, রোমানিয়া, ক্রোয়েশিয়া ও সিশেলসে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এ বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়। আর এ সংক্রান্ত সংসদীয় কমিটি উপরোক্ত দেশসমূহে দ্রুত কর্মী পাঠানোর সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে উপরোক্ত বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বৈদেশিক শ্রম বাজার যাতে সংকুচিত না হয় সে বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের হিসাবে করোনা মহামারী শুরুর পর থেকে গত ৪ মাসে প্রায় ৮০ হাজার কর্মী দেশে ফিরে এসেছেন অথবা তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। আবার বিভিন্ন দেশ থেকে ছুটিতে দেশে এসে আর কর্মস্থলে ফিরে যেতে পারছেন না আরও প্রায় ৩ লক্ষ কর্মী। এমতাবস্থায় সরকার বিকল্প শ্রম বাজার খুজে বের করার তাগিদ দিচ্ছে মন্ত্রনালয়কে। সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মোঃ আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস এবং পংকজ নাথ।