নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮শ ছাড়াল

জেলায় আরও ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮০৩ জনে। অপরদিকে মোট মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত একই অর্থাৎ ৩৯ জনই আছে। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ৮ই আগস্ট পাঠানো ১৩টি নমুনার ফলাফলে ৬টি পজেটিভ এসেছে। এর মধ্য ৪টি সদর উপজেলার, ১টি শিবপুর উপজেলার ও ১টি পলাশ উপজেলার । ৯ই আগস্ট আইপিএইচে পাঠানো ৫৬টি নমুনার ফলাফলে ৮টি পজিটিভ এসেছে। এর মধ্য ৩টি শিবপুর উপজেলার, ১টি বেলাব উপজেলার, ২টি পলাশ উপজেলার, ১টি সদর উপজেলার ও ১টি মনোহরদী উপজেলার । ৮ই আগস্ট আইপিএইচে পাঠানো ২৮ টি নমুনার ফলাফলে ১০টি পজেটিভ এসেছে। এর মধ্য ৩টি মনোহরদী উপজেলার, ৪টি সদর উপজেলার ও ৩টি রায়পুরা উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ১০৮৬ জন

রায়পুরা উপজেলাঃ ১৩৮ জন

শিবপুর উপজেলাঃ ১৮২ জন

পলাশ উপজেলাঃ ১৫৫ জন

মনোহরদী উপজেলাঃ ১২৬ জন

বেলাব উপজেলাঃ ১১৬ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৩ জন সদর উপজেলার, ৫ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৫৩৫ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ২ জন ও হোম আইসোলেশনে ২০৩ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।