ভারতের কেরালায় বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৭ জন নিহত, আহত শতাধিক

কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে বিমান বন্দরে ইন্ডিয়ান এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটসহ অন্ততঃ ১৭ জন নিহত হয়েছে। আহত ৫০ জনকে বিধ্বস্ত বিমান থেকে বের করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্য ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে এনডিটিভি। এয়ার ইন্ডিয়ার বিমানটি ১৯১ জন যাত্রী নিয়ে দুবাই থেকে কেরলের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে আসছিল। বিমানটি অবতরনের সময় রানওয়েতে বিধ্বস্ত হয়।

অবতরনের সময় কারুপুর বিমান বন্দরে ভারি বর্ষণ হচ্ছিল। অতিরিক্ত বৃষ্টির কারনে রানওয়ে পিচ্ছিল থাকায় পাইলট বিমানটির নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বিমানটি দুই টুকরা হয়ে যায়। বৃষ্টির কারনে বিমানটিতে বিস্ফোরন কিংবা আগুন ধরেনি। স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে। বিমানটি রানওয়ে থেকে ছিটকে ২৬ ফুট গভীর খাদে পড়ে দুই টুকরা হয়ে যায়।