সদরঘাটে লঞ্চডুবি, ৩৩ জনের মরদেহ উদ্ধার

আজ সকাল ৯টা ১৩ মিনিটের সময় সদরঘাটের নিকটে শ্যামবাজার বরাবর মর্নিং বার্ড নামের ছোট লঞ্চটিকে ময়ুর-২ নামের অন্য একটি জাহাজ সজোড়ে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ময়ূর-২ লঞ্চটির নীচে চলে যায়। মর্নিং বার্ড লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিল বলে স্থানীয় লোকজন ধারনা দিয়েছেন। এই ঘটনার পর কোস্ট গার্ড ও নৌবাহিনী উদ্ধার কাজ শুরু করে। এ পর্যন্ত ৩৩ জনের লাশ উদ্ধার করেছে বলে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্য ১৯ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। মর্নিং বার্ড লঞ্চটির অবস্থান ইতিমধ্য শনাক্ত করে উদ্ধার কাজ চলছে। নারায়নগঞ্জ থেকে বি আই ডব্লিউ টিএর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ উদ্ধার কাজে অংশ নিয়েছে। দুর্ঘটনার পর লঞ্চটির সারেং পালিয়ে গেছে।

র‍্যাব ও সেনাবাহিনীর ২টি হেলিকপ্টারও উদ্ধার কাজে অংশ নেয়। এই ঘটনার পর কিছু যাত্রী সাতরিয়ে প্রান বাঁচাতে সক্ষম হয়েছে। নারী-পুরুষ ও শিশুসহ এখনো অনেকে নিখোজ রয়েছে। ধারনা করা হচ্ছে লঞ্চটির ভিতরে অনেক যাত্রী আটকা পড়েছে। এই ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন।