দেশে করোনা ভাইরাসে আরও ৪৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৪১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১১৯১৯৮ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪৩ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৫৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৮০ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৪৭৬৩৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ১৭৫৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬২৯২টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৬৫টি ল্যাবে এই পরিক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ৬৪৭০১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৪৩ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩৮ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ৩০ জন, বাসায় ১২ জন ও ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় । তাদের মধ্য ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছে ১৬ জন, চট্রগ্রাম বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ১ জন রয়েছে। এদের মধ্য ১১ থেকে ২০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১৮ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৫ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ২ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৭০০১৮ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৯ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৭২৪ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৩৯৩০ জনের।