নরসিংদীতে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

নরসিংদীতে নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ৩০শে এপ্রিল জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ এর ফলাফলে ৪ জনের পজেটভ এসেছে। নরসিংদী সিভিল সার্জনের তথ্যমতে এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৬ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্ত ৪ জনের মধ্য ২ জন পলাশের, ১ জন সদরের ও ১ জন রায়পুরার বলে জানা গেছে। শেষ জন রায়পুরার মির্জানগর ইউনিয়নের খানাবাড়ি গ্রামের বলে সিভিল সার্জন অফিস সূত্র থেকে জানা গেছে। নীচে থানা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্তের পরিসংখ্যান দেওয়া হল।

সদর থানাঃ ৮৬ জন

রায়পুরা থানাঃ ৩৫ জন

শিবপুর থানাঃ ১৭ জন

মনোহরদী থানাঃ ৫ জন

পলাশ থানাঃ ১০ জন

বেলাব থানাঃ ২৩ জন

তবে আইইডিসিআরের ১লা মে সকাল ৮টা পর্যন্ত হালনাগাত তথ্যে দেখা যায় নরসিংদীতে মোট ১৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এই তথ্য অনুযায়ী ১ জনই জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। তবে নরসিংদী সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলায় ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।