দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৭৯০ জনে দাঁড়াল

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৮৭৯০ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৫ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ৩ জন ও মোট সুস্থ্য ১৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। গত ২৪ ঘণ্টায় যে ৫ জন মৃত্যুবরন করেছে তারা সকলেই ঢাকার।

গত ২৪ ঘণ্টায় ৬১৯৩ জনের নমুনা সংগ্রহ করে ৫৮২৮টি নমুনা পরীক্ষা করে ৫৫২ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়। তবে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃত্যু হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশী নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬০৬৬টি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮৪৩৮ জন ও এর মধ্য ক্রিটিক্যাল আছেন ১ জন। দেশে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জন, প্রতি ১০ লক্ষে মৃত্যুর সংখ্যা ১ জন। প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৪৬২ জনের।