দেশে নতুন করে ৯৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরন করেছে আরও ৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জন ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। সারাদেশ থেকে ১২৯৭টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে ৯৪ জন নতুন করে আক্রান্ত পাওয়া যায়। আজ স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

সংগৃহীত

নতুন আক্রান্তদের মধ্য ঢাকার রয়েছেন ৩৭ জন, নারায়নগঞ্জের ১৬ জন ও বাকিরা অন্যান্য স্থানের। ৬ জন মৃতের মধ্য ৫ জন পুরুষ ও ১ জন মহিলা। এর মধ্য ৩ জন ঢাকার, ২ জন নারায়নগঞ্জের ও ১ জন পটুয়াখালীর। এ ছাড়া দেশের বাইরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৫ জন বাংলাদেশী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে ৬ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে আরও ২ জন বাংলাদেশী মারা গেছেন। নিউ ইয়র্কে এ পর্যন্ত মোট ৯৫ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। অপদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৪ জন বাংলাদেশী। গত ২৪ ঘণ্টায় ইতালীতে ২ বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট ৬ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।