বঙ্গবন্ধুর আত্ন স্বীকৃত খুনী ক্যাপ্টেন মাজেদ গ্রেপ্তার

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

বঙ্গবন্ধুর আত্ন স্বীকৃত খুনী ক্যাপ্টেন (অবঃ) মাজেদ মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টায় তাকে মিরপুর সাড়ে ১১ নাম্বার থেকে গ্রেপ্তার করা হয়। কাউন্টার টেররিজম উইনিট তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে নিন্ম আদালতে নেওয়া হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরনের আদেশ দেয়। পরে আদালত থেকে তাকে জেল হাজতে পাঠানো হয়। আদালতে মাজেদ জানিয়েছেন বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি বিভিন্ন দেশে অবস্থান করেছেন। সর্বশেষ ২২/২৩ বছর যাবৎ তিনি ভারতের কলিকাতায় ছিলেন।

খুনী মাজেদ বঙ্গবন্ধুকে হত্যার পর নিজেই নানা সময়ে স্বদর্পে বঙ্গবন্ধুকে হত্যার কথা স্বীকার করেছেন। আত্নপক্ষ সমর্থনের সমস্ত প্রক্রিয়া ও সময় শেষ হয়ে যাওয়ায় তার আর আইনী কোন রাস্তা খোলা নাই বলে আইনজীবীরা জানিয়েছেন। একমাত্র রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া কোন পথ নাই। নিন্ম আদলত থেকে তাকে গ্রেপ্তারের নথি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে আজই। তার পরই শুরু হবে ফাঁসির প্রক্রিয়া। ধারনা করা হচ্ছে সপ্তাহ খানের মধ্যই তার ফাঁসির রায় কার্যকর হবে।