ঢাকা-১০ ও গাইবান্ধা- ৩ আসনে আওয়ামীলীগ প্রার্থীরা জয়ী

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

আওয়ামীলীগ প্রার্থী মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন পেয়েছেন ১৫৯৫৫ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রবিউল আলম পেয়েছেন ৮১৭ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান পেয়েছেন ৯৭ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির কাজী মুহাম্মদ আব্দুর রহিম পেয়েছেন ৬৩ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের  নবাব খাজা আলী হাসান আসকারী পেয়েছেন ১৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মো. মিজানুর রহমান পেয়েছেন ১৮ ভোট। নির্বাচনে ৫.২৮% ভোট কাস্ট হয়।

অপরদিকে গাইবান্ধা ৩ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। স্মৃতি পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট। স্মৃতি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক। অপরদিকে ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি। শনিবার সকাল ৯টা থেকে বিকাল পাচটা পর্যন্ত ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাটের একটি আসনের উপনির্বাচনে ভোট গ্রহন অনুষ্টিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *